সিলেটটুডে ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:৪৫

এসআইইউডিসিতে বিতর্ক কর্মশালা ও বারোয়ারী বিতর্ক

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের আয়োজনে বিতর্কের কর্মশালা এবং বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের একটি হল রুমে বারোয়ারী বিতর্কের কর্মশালা নেন শাহজালাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহসভাপতি সৈয়দ নওরোজ হোসেন রমিম। পরবর্তীতে সনাতনী বিতর্কের কর্মশালা নেন শাহজালাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রাইতাহ বিনতে আহসান।

বারোয়ারী বিতর্কের প্রতিযোগিতায় পাঁচ জন বিজয়ী হলেন জান্নাতুল ফেরদৌস মীম, কে আর ইমন, রাকিব আহমেদ রাসেল, হিমালয় হিমু, মোফায়েল আহমেদ।

বিতর্কের বিচারকার্যে অংশগ্রহণ করেন শাহজালাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ডিবেট ফেডারেশন সিলেট অঞ্চলের যুগ্ম আহবায়ক নুর-ই জান্নাত নিতু, শাহজালাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রাইতাহ বিনতে আহসান, এমসি কলেজ ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক এম এ এইচ বিপ্লব, শাহজালাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মাসফিক আহসান হৃদয়, পার্কভিউ মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের সহসভাপতি রেদওয়ানা তাবাসসুম বহ্নি, লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফাহমিদ চৌধুরী।

পরবর্তীতে ‘বিতর্কের মুখ্য বিষয় এবং সংসদীয় বিতর্ক’ বিষয়ে কর্মশালা নেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সিলেট অঞ্চলের আহ্বায়ক ধ্রুব রঞ্জন রয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিনিয়র লেকচারার ও ক্লাবের মডারেটর সাব্বির আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুল্লাহ তালুকদার।

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি তানভীর রেজা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইংরেজি বিভাগের সিনিয়র লেকচারার নুরুল হাসান রাজিব, সেন্ট্রাল লাইব্রেরীর সেকশন অফিসার সুবিনয় আচার্য্য রাজু।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ রিয়ান, সাবেক অফিস সম্পাদক নাসিম তালুকদার, তামিম হাসান, জিয়াউল করিম ইমন, বখতিয়ার আহমেদ অপু, সাইদুল ইসলাম, জুয়েল হাসান, তোফায়েল খান, সুমন আহমেদ, জুম্মান আহমেদ, সাহেদুল আলম পাপলু, কামরুজ্জামান দিপু, সামিউল হক সামি, মেহেদী হাসান ফারহান প্রমুখ।

অনুষ্ঠানে সহযোগিতা করে সিলেটের সুনামধন্য প্রতিষ্ঠান 'পোশাক'।


আপনার মন্তব্য

আলোচিত