সিলেটটুডে ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:৫০

লিডিং ইউনিভার্সিটিতে আইন বিভাগের সেমিনার অনুষ্ঠিত

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে আইন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে সিভিল এবং ক্রিমিনাল লিটিগেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সিলেট ডিভিশনাল স্পেশাল জজ এস কে আশফাকুর রহমান। স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম।

আইন বিভাগের প্রভাষক মো. রেজাউল করিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেম এবং লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম. রকিব উদ্দিন।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ সাইফুল ইসলাম, ব্যারিস্টার চৌধুরী মো. ফয়জুল হক হাশেমী, লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রশ্ন উত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করেন রিসোর্স পারসন সিলেট ডিভিশনাল স্পেশাল জজ এস কে আশফাকুর রহমান এবং সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেম ।

আপনার মন্তব্য

আলোচিত