সিলেটটুডে ডেস্ক

১২ অক্টোবর, ২০১৯ ১৫:২২

লিডিং ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা

লিডিং ইউনিভার্সিটির ৬২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় বোর্ড রুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

এতে লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক, একাডেমিক কাউন্সিল মনোনীত সদস্য ইউনিভার্সিটি অব এসিয়া প্যাসিফিকের উপ-উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবির, লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের মনোনীত সদস্য সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন, লিডিং ইউনিভার্সিটির কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মনোনীত সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. কবির হোসেন, লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর (অব.) মো. শাহ আলম, পিএসসি, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি রাজন দাশ এবং লিডিং ইউনিভার্সিটির ইনচার্জ (ফিন্যান্স এন্ড একাউন্টস) রজত কান্তি চক্রবর্তী উপস্থিত ছিলেন।

সিন্ডিকেট সভায় ১১ অক্টোবর শুক্রবার অনুষ্ঠেয় লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ২৬তম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদন, অর্থ কমিটির ১২তম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদন এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের অনুমোদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়।

আপনার মন্তব্য

আলোচিত