শাবি প্রতিনিধি

২৩ অক্টোবর, ২০১৯ ১১:৩২

শাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্থাপত্য বিভাগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিতর্ক বিষয়ক সংগঠন 'শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি' (এসইউডিএস) এর উদ্যোগে আয়োজিত ১৭তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে স্থাপত্য বিভাগ।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। পরে রাতে একই স্থানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফাইনালে স্থাপত্য বিভাগ লোকপ্রশাসন বিভাগকে ৫-৩ ব্যালটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

স্থাপত্য বিভাগের হয়ে বিতর্ক করেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী তন্ময় দে, সুমাইয়া ইসলাম ঐশী, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নোশিন তুরা।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও ট্রফি তুলে দেয়া হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. হিমাদ্রী শেখর রায়, এসইউডিএস এর মডারেটর অধ্যাপল ড. জায়েদা শারমীন, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সামিউল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন এসইউডিএস সাবেক সভাপতি তানভীর খান, সাধারণ সম্পাদক নুর-ই জান্নাত নিতুসহ সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা।

এবারের আন্তঃবিভাগ এ বিতর্ক প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশগ্রহণ করে।

আপনার মন্তব্য

আলোচিত