শাবি প্রতিনিধি

০২ নভেম্বর, ২০১৯ ১১:০৭

রাফার চিকিৎসার্থে শাবিতে 'নেফ্রোসিয়া' কনসার্ট আজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম মিউজিক্যাল বিষয়ক সংগঠন ‘নোঙর’ এর উদ্যোগে আয়োজিত চ্যারিটি কনসার্ট ‘নেফ্রোসিয়া’ অনুষ্ঠিত হবে আজ।

শনিবার (২ নভেম্বর) বেলা ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ডি বিল্ডিং গ্রাউন্ডে এ চ্যারিটি কনসাট অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন ধরে কিডনি ডিজিজে আক্রান্ত লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ডেভিড আনাম চৌধুরী রাফার চিকিৎসায় সহযোগিতা করতে এ চ্যারিটি কনসাটের্র আয়োজন করেছে ‘নোঙর’।

ডেভিড আনাম চৌধুরী রাফার চিকিৎসার জন্য প্রায় ৩০ লক্ষ টাকা প্রয়োজন। তার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ‘নোঙর ফর হিউমিনিটি সেইকে’র অধীনে এ চ্যারিটি কনসাট অনুষ্ঠিত হবে। কনসার্টে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’।

অন্যদিকে কনসার্টে সহযোগী হিসেবে থাকবে আসির আরমান, লিডিং ইউনিভার্সিটির ব্যান্ড কমিউনিটি, শাবি সেচ্ছাসেবী সংগঠন কিন, সাংস্কৃতিক সংগঠন আজ মুক্তমঞ্চ। এবং ফটোগ্রাফিক পার্টনার হিসাবে থাকবে শাবির ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স এসোসিয়েশন (সুপা)।

আপনার মন্তব্য

আলোচিত