এমসি কলেজ প্রতিনিধি

০৪ নভেম্বর, ২০১৯ ১৮:২৯

এমসি কলেজে ‘রবীন্দ্রনাথ ঠাকুর ও দক্ষিণ এশিয়া’ শীর্ষক সেমিনার বুধবার

শতবর্ষ আগে সিলেটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন স্মরণে এমসি কলেজ প্রশাসন আয়োজন করেছে 'রবীন্দ্রনাথ ঠাকুর ও দক্ষিণ এশিয়া' শীর্ষক সেমিনার।

বুধবার (৬ নভেম্বর) সকাল ৯টায় শতবর্ষী এমসি কলেজের রবীন্দ্রনাথের ম্যুরাল পাদদেশে শতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনা করার মধ্য দিয়ে শুরু হবে এর আনুষ্ঠানিকতা।

এ সময় জাতীয় পতাকা উত্তোলন ও রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন অতিথিরা।

কলেজের শিক্ষাবিদ মিলনায়তন কক্ষে সকাল সাড়ে নয়টায় শুরু হবে রবীন্দ্রনাথ ঠাকুর ও দক্ষিণ এশিয়া শীর্ষক সেমিনার। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সেমিনার উদ্বোধন করবেন।

সকাল পৌনে ১১টায় শুরু হবে বিদ্যায়তনিক অধিবেশন (বাংলা)। এ অধিবেশনে কি-নোট স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন সভাপতি অধ্যাপক বেগম আকতার কামাল।

অধিবেশনে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন সভাপতি অধ্যাপক সৈয়দ আজিজুল হক। প্রবন্ধ উপস্থাপন করবেন সাত রবীন্দ্র গবেষক।

এ অধিবেশনে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দিবেন মুরারিচাঁদ (এমসি) কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ।

বেলা ২টায় শুরু হবে বিদ্যায়তনিক অধিবেশন (ইংরেজি)। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম সারওয়ার চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশনের কি-নোট স্পিকার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক মোহিত-উল-আলম। পাঁচ রবীন্দ্র গবেষক এ অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করবেন।

ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দিবেন এমসি কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক মো. শফিউল আলম।

এমসি কলেজ অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ এর সভাপতিত্বে এ অধিবেশনে সমাপনী বক্তব্য দিবেন রবীন্দ্র গবেষক অধ্যাপক সফিউদ্দিন আহমদ। রবীন্দ্রনাথ ঠাকুর ও দক্ষিণ এশিয়া শীর্ষক সেমিনারে আমন্ত্রিত রবীন্দ্র গবেষকবৃন্দ নিবন্ধন করে অংশ নিবেন।

সন্ধ্যা সাড়ে পাঁচটায় কলেজ অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শেষ হবে বলে জানিয়েছেন সেমিনার আয়োজক পর্ষদ আহ্বায়ক অধ্যাপক শামীমা চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত