শাবি প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০১৯ ২৩:৪৭

শাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে ছাত্রলীগের সৌজন্য সাক্ষাত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন 'শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব'র সাথে সৌজন্য সাক্ষাত করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী কবীরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন, সহ-সম্পাদক নিউটন দাস, লাইফ সায়েন্স অনুষদ ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক পলাশ, ফিজিক্যাল সায়েন্স অনুষদের সভাপতি গোপাল রায় তমাল,  সামাজিক বিজ্ঞান অনুষদের সভাপতি নাহিদুল ইসলাম নাইম।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, আমরা বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি নিয়ে কাজ করেছি। বর্তমানেও সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যায় ভুগছে। আবাসিক সংকট, পরিবহন সমস্যায় শিক্ষার্থীরা ভুগছেন। সাংস্কৃতিক কর্মীরা স্পেস সংকটে ভুগছেন। আমরা আশা করি বর্তমান উপাচার্য এসব বিষয় বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে নিয়ে যাবেন।

ছাত্রলীগের ইতিবাচক দিকগুলো গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরান বলেন, বিগত সময়ে ছাত্রলীগের ইতিবাচকগুলো সংবাদকর্মীরা গণমাধ্যমে তুলে ধরেছেন। পাশাপাশি বিভিন্ন সমস্যা ও সংকটগুলোও তারা তুলে ধরেছেন, যাতে ক্যাম্পাসে সুষ্ঠু ছাত্র রাজনীতির ধারা বজায় থাকে। সামনের দিনগুলোতেও সংবাদকর্মীরা তাদের নৈতিক জায়গা থেকে দায়িত্ব পালন করে যাবেন।

এসময় অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আরাফ আহমদ, কোষাধ্যক্ষ মাসুদ আল রাজি, দপ্তর সম্পাদক যুবায়ের মাহমুদ, কার্যকরী সদস্য জিএম ইমরান হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত