নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০১৫ ২১:১২

ভ্যাটবিরোধী আন্দোলনে ‘চুপ’, প্রতিবাদে ঢাবির ওয়েবসাইট হ্যাক

ভ্যাট বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক হয়েছে। সাইবার ৭১ নামক হ্যাকার দল বৃহস্পতিবার রাত ৮টার পর ওয়েবসাইটটি হ্যাক করে।

হ্যাক হওয়ার পর রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের www.du.ac.bd ওয়েবসাইটটিতে গিয়ে দেখা যায় এতে লেখা হয়েছে ''৫২, ৬৯ এর আন্দোলনের সফলতা এসেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সূর্যসন্তানেরা।

আজ যখন ভ্যাট নেয়ার নামে শিক্ষাখাতকে বাণিজ্য হিসেবে করে ফেলা হচ্ছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় চুপ কেনো? শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর অধিকার অমানুষগুলোকে কে দিয়েছে? এই লজ্জ্বা শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের না। পুরো বাংলাদেশের। শিক্ষাখাতকে পবিত্র রাখতে গর্জে উঠো বাংলাদেশ। #NoVaTOnEducation.''

 

আপনার মন্তব্য

আলোচিত