সিলেটটুডে ডেস্ক

১৪ নভেম্বর, ২০১৯ ১৯:২৫

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘শেয়ারিং দ্য এক্সপেরিয়েন্স’ সেমিনার অনুষ্ঠিত

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ‘শেয়ারিং দ্য এক্সপেরিয়েন্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যৎ উদ্যোক্তাদের সহযোগিতায় বিভিন্ন বিষয়ের আলোচনার জন্য এ সেমিনারের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন ড. তাহের বিল্লাল খলিফা। বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান মাসুদ রানা, অনলাইনভিত্তিক সফল উদ্যোক্তা শপিং বাজ’র প্রতিষ্ঠাতা নিলুফার শিরিন এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

নিলুফার শিরিন প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। একইসাথে নিজের অভিজ্ঞতার তথ্যও বিনিময় করেন তিনি। সেমিনারে সার্বিক দায়িত্বে ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক এমরান উদ্দিন।

আপনার মন্তব্য

আলোচিত