শাবি প্রতিনিধি

১৫ নভেম্বর, ২০১৯ ১৮:৫১

শাবিতে মাভৈঃ আবৃত্তি সংসদের ২১ বছর পূর্তি উদযাপন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন মাভৈঃ, আবৃত্তি সংসদের ২১ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিভার্সিটি সেন্টারে গিয়ে শেষ হয়। র‍্যালি পরবর্তীতে কেক কেটে অনুষ্ঠান  উদযাপন করা হয়।

এসময় সংগঠনের সভাপতি জোবায়ের মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়। এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক নবনীতা কর্মকারসহ সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন। উদযাপন শেষে সংগঠনের সাবেক সদস্য মাহিদ আল হাসান স্মরণে ‘মাহিদ আল হাসান স্মৃতি পাঠাগার’ উদ্বোধন করা হয়।

১৯৯৮ সালের ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি চর্চাকে আরো সমৃদ্ধ করতে ‘শেকল ভাঙার ছন্দ মোরা দেয়াল ভাঙার উচ্চারণ’ এই স্লোগানকে ধারণ করে ‘মাভৈঃ আবৃত্তি সংসদ’ যাত্রা শুরু করে।

আপনার মন্তব্য

আলোচিত