সিকৃবি প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর, ২০১৫ ২০:১২

শিক্ষকদের আন্দোলনে দিনভর অচল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

রবিবার সকাল ন’টা থেকেই কার্যত অচল হয়ে পরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। স্বতন্ত্র বেতন স্কেলের দাবীতে শিক্ষকদের কর্মবিরতির কারনে সারাদিন কোন ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

সকাল সাড়ে এগারটায় কৃষি অনুষদ ভবনের সামনে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসের সঞ্চালনায় বিভিন্ন শিক্ষক নেতারা এসময় বক্তব্য দেন। বক্তারা দ্রুত তাদের দাবি মেনে নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অচলাবস্থা নিরসনের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

আপনার মন্তব্য

আলোচিত