সংবাদ বিজ্ঞপ্তি

০৮ ডিসেম্বর, ২০১৯ ১৬:০১

বাইউস্টে বিজনেস উইক ২০১৯ শুরু

নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এ শুরু হয়েছে বিজনেস উইক ২০১৯।

ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস ক্লাব কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন, এনডিসি, পিএসসি (অব.)।

এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার কর্নেল প্রফেসর মো. মোশাররফ হোসেন (অব.), ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ফাতেমা জোহরা, বিজনেস ক্লাবের উপদেষ্টা, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

নবীন উদ্যোক্তা সৃষ্টি এবং নেতৃত্ব গুণাবলী বিকাশের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন। আয়োজনের অংশ হিসেবে বাইউস্ট খেলার মাঠে বিভিন্ন পণ্যের স্টল নিয়ে বসেছে তরুণ উদ্যোক্তারা। আচার, পিঠা, চুড়ি, গহনা, জার্সি, মগসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে স্টলগুলোতে।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর উপাচার্য এবং অন্যান্য অতিথিবর্গ বিভিন্ন স্টল ঘুরে উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।

দিনের শেষ ভাগে আয়োজিত হয় ‘গ্রো এ্যাজ এ লিডার’ শীর্ষক সেমিনার। এতে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলালিংকের রিজিওনাল হেড মামুনুর রশিদ। এসএমই কম্পিটিশন, স্টোরি টেলিং প্রতিযোগিতাসহ বর্ণাঢ্য অনুষ্ঠানে সাজানো আয়োজন শেষ হবে ১১ ডিসেম্বর।

আপনার মন্তব্য

আলোচিত