শাবি প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর, ২০১৫ ২৩:৩৩

শাবিতে আন্ত:সেমিস্টার ফুটবলের ফাইনাল সম্পন্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আন্ত:সেমিস্টার ফুটবল প্রতিযোগীতার ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৪টায় টান টান উত্তেজনাকর ফাইনাল খেলার মধ্য দিয়ে প্রতিযোগীতার শেষ হয়। সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা এ ফুটবল প্রতিযোগীতার আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মাস্টার্সের শিক্ষার্থীরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় মাস্টার্সের পক্ষে গোল দুটি করেন আব্দুল মোমেন জীবন এবং অভিজিৎ চক্রবর্তী অয়ন। এক ঘন্টার এ ফাইনাল খেলা পরিচালনা করেন তোফায়েল আহমেদ। তাকে সহযোগীতা করেন অছিউজ্জামান আতিক এবং আবু সাইদ ইমন।

বিজয়ী দলের অধিনায়ক নুরে আলম বাপ্পী বলেন, দলের সকল খেলোয়াড়ে সমান নৈপূন্যে আজ আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের এ কৃতিত্ব শুধু দলের নয়। ব্যাচের সকল সহপাঠিরা আমাদের অনেক সাপোর্ট দিয়েছে। সুতরাং বিজয়ে তাদের অবদানও কম নয়।

খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের পুরষ্কার দেওয়া হয়। পুরষ্কারবিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সেবক কুমার সাহা,ইকবাল আহমেদ চৌধুরী, আল আমীন রাব্বী, সহকারী প্রক্টর সামিউল ইসলাম এবং প্রভাষক নাসরিন হক লিজা প্রমূখ।

দলের জয়ে গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল মোমেন জীবন এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব অভি।

আয়োজক কমিটির আহ্বায়ক তোফায়েল আহমেদ বলেন, সমাজবিজ্ঞান পরিবারের সকল সদস্যদের সর্বাত্মক সহযোগীতায় টুর্নামেন্ট সফলভাবে শেষ হয়েছে। এধরনের আয়োজন শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রখবে বলে তিনি মন্তব্য করেন।

এছাড়াও টুর্নামেন্ট সফলভাবে শেষ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান জুয়েল, এহসানুল হক আবির, আহসানুল হক আহসান, কামরুল ইসলাম, হুমায়ুন কবির সেলিম, মো. সুজন হোসেন প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত