সিলেটটুডে ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০১৫ ১২:৫০

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে নতুন ছাত্রী হলে জাতীয় বৃক্ষ “আম গাছ” লাগানোর মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবু বকর সিদ্দিক, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. এ. এফ. এম. সাইফুল ইসলাম,  মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাব উদ্দিন, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন প্রফেসর ড. পীযুষ কান্তি সরকার, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নূর হোসেন মিয়া, প্রক্টর প্রফেসর ড. মো. আবদুল বাসেত, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সাজিদুল ইসলাম, পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মো. আনিসুর রহমান, পরিচালক (শারীরিক শিক্ষা) মো. ছানোয়ার হোসেন মিয়া, প্রশান প্রকৌশলী মো. ফয়জুর রহমানসহ বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

জানা যায়, সমগ্র ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগানোর পরিকল্পনা করেছে সিকৃবি প্রশাসন। এ পরিকল্পনার আওতায় বৃহস্পতিবার থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হলো।

আপনার মন্তব্য

আলোচিত