সিলেটটুডে ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০১৫ ২২:৫৬

সিকৃবিতে ভেটেরিনারি অনুষদে নতুন ডিনের দায়িত্বগ্রহণ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ভেটেরিনারি  অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের নতুন ডিন প্রফেসর ড. মো. মোহন মিয়া বৃহস্পতিবার যোগদান করেছেন।

গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিকৃবি রেজিস্ট্রার বদরুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেনেটিক্স এন্ড এনিম্যাল ব্রিডিং বিভাগের প্রফেসর  ড. মো. মোহন মিয়াকে ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের নতুন ডিনের দায়িত্ব দেয়া হয়।

তিনি ২ বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন। তিনি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিন কার্যালয়ে এসে দায়িত্ব গ্রহণ করেন।

এসময় তিনি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক- কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং অনুষদের একাডেমিক গতিশীলতা ত্বরান্বিত করতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

প্রফেসর ড. মোহন মিয়া'র আন্তর্জাতিক জার্নালে অসংখ্য গবেষণাপত্র রয়েছে এবং জেনেটিক্সের উপর অনেকগুলো বই সম্পাদনা করেছেন।

উল্লেখ্য, এর আগে মাইক্রোবায়োলজি  এন্ড ইম্যুনলজি বিভাগের প্রফেসর ড.  মো. আবু বকর সিদ্দিক ভেটেরিনারি  অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের  ডিনের দায়িত্ব পালন করেন।

আপনার মন্তব্য

আলোচিত