বইমেলায় বাবুল হোসেইনের ২য় কাব্য ‘আত্মমুগ্ধ শিকল’

 প্রকাশিত: ২০১৬-০১-৩১ ২২:২০:২৮

 আপডেট: ২০১৬-০১-৩১ ২২:২৫:৪৮

সাহিত্য ডেস্ক:

২০১৫ সালের বইমেলায় ‘বিমূর্ত ক্যানভাস’ নামক কাব্যের সাড়া পেয়ে এবার কবি বাবুল হোসেইন বইমেলায় পাঠকদের জন্যে নিয়ে আসছেন তাঁর ২য় কাব্য ‘আত্মমুগ্ধ শিকল’। বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন।

‘আত্মমুগ্ধ শিকল’ কাব্যে মোট ৫৫টি কবিতা স্থান পেয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। পাওয়া যাবে বইমেলার সোহরাওয়ার্দি উদ্যান অংশের অনুপ্রাণন প্রকাশনের ২৬৮ নং স্টলে। এছাড়াও বইটি পাওয়া যাবে বইমেলার বাংলা একাডেমিস্থ লিটল ম্যাগাজিন চত্বরের অনুপ্রাণন প্রকাশনের স্টলে। মেলার প্রথম দিন থেকেই বইটি পাওয়া যাবে।

কবি বাবুল হোসেইনের জন্ম সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায়। লেখাপড়া ও বর্তমান ঠিকানা ঢাকা। বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ স্নাতক। সম্পাদনা করছেন ‘লিপি’ নামের এক লিটল ম্যাগ।  

 ‘আত্মমুগ্ধ শিকল’ কাব্যের দাম ১৬০ টাকা। বইমেলার বইয়ে ২৫% কমিশনের সুযোগে বইয়ের বিনিময় মূল্য হবে ১২০টাকা।

গত বইমেলায় প্রতিকথা প্রকাশনী থেকে প্রকাশিত ‘বিমূর্ত ক্যানভাস’ কাব্যে ছিল ১০৫টি কবিতা, যা এবারের বইমেলায় লিটল ম্যাগাজিন চত্বরে পাওয়া যাবে।

আপনার মন্তব্য