গ্রন্থমেলায় আসছে কবি জফির সেতু’র কাব্য ‘এখন মৃগয়া’

 প্রকাশিত: ২০১৬-০১-৩১ ২৩:২৩:৫৩

 আপডেট: ২০১৬-০২-০১ ০০:৩৫:৩৬

সাহিত্য ডেস্ক:

অমর একুশে গ্রন্থমেলায় আসছে কবি জফির সেতু’র কাব্য ‘এখন মৃগয়া’। বইটি প্রকাশ করেছে চৈতন্য প্রকাশন। প্রচ্ছদ এঁকেছেন রাজিব দত্ত।

জফির সেতু কবিতায় দেখেছেন শৈশব, দুরন্ত কৈশোর। বেড়ে উঠা- কত দিকে কত বিচিত্ররূপে ধাবিত হয় তার চিত্র এঁকেছেন কবিতায়। ফলে বইটিতে বদলে যাওয়া জীবন সম্পর্কে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার আখ্যান খুঁজে পাবেন পাঠক।

কাব্য সম্পর্কে কবি নিজেই বলেছেন, মৃগয়াকালের কথা মনে পড়ে, মনে পড়ে গুহাবাসের কথা, পড়ে মনে প্রথম শস্যবোনার কথা; প্রথম পোশাক পরার কথা, প্রথম পাথর ও বর্শা হাতে নেওয়ার কথা; মনে পড়ে প্রথম বৃষ্টিতে ভেজার কথা; গাছে-ওঠার কথা; পাতার কুটিরের কথা; পড়ে মনে প্রথম প্রণয়ের কথা; আর মনে পড়ে তোমার কথা…প্রথম তোমার হাত ধরেছিলাম; তোমার চোখে তাকিয়েছিলাম; তোমাকে স্পর্শ করেছিলাম; মনে পড়ে তোমার দিকে পাথর ছুঁড়েছিলাম; এখনও সেই মৃগয়াকাল; আমার দিকে আজও ছুঁড়ে মারছ তুমি পাথর ও বল্লম; আমার চিবুক ভিজে যাচ্ছে রক্তে রক্তে…পৃথিবীর ধুলো ভেসে যাচ্ছে সে রক্তে…।

কবি জফির সেতুর জন্ম ১৯৭১ সালের ২১ ডিসেম্বর সিলেটের কোম্পানিগঞ্জে।

পেশাগত জীবনে তিনি শিক্ষক। বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

আপনার মন্তব্য