বই মেলায় প্রশান্ত মৃধার প্রবন্ধগ্রন্থ ‘উচ্চারণের ক্রমশ সাহস’

 প্রকাশিত: ২০১৬-০২-০৩ ১৩:৫৫:৫৫

 আপডেট: ২০১৬-০২-০৩ ১৪:৪১:০৪

ডেস্ক রিপোর্ট:

এবারের অমর একুশে বই মেলায় এসেছে কথা সাহিত্যিক প্রশান্ত মৃধার প্রবন্ধগ্রন্থ’ ‘উচ্চারণের ক্রমশ সাহস’। বইটি প্রকাশ করেছে চারুলিপি প্রকাশন। প্রচ্ছদ একেছেন সব্যসাচী হাজরা।

বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।

বইটিতে বেশ কিছু প্রবন্ধ স্থান পেয়েছে। যা বাংলা ভাষা বাংলা সাহিত্যেও শিক্ষার্থীদেও জন্য পাথেয় হতে পারে।

প্রবন্ধগুলো হলো- আমারে নিবা মাঝি লগে?; আত্মাহুতির ব্রতকাহিনি; বাংলা উপন্যাসের আলোচনা ও সমালোচনা; অন্ত্যজ মানুষ ও তার ভাষা; জন্মভাষা, মুখের ভাষা, কাজের ভাষা বনাম কুলীনভাষা। ২ : সতীনাথ ভাদুড়ী; অরুণ মিত্র : খরা-উর্বরায় চিহ্ন; অযান্ত্রিক সুবোধ ঘোষ; এ কথা সামান্যই, এই তবে শব্দহীন অস্বীকার, যে জোৎস্না প্রতারক, নন্দিত নরকে থেকে কথকের অচিনপুর, ডলু নদীর হাওয়ায় মুখের দিকে দেখি।

আপনার মন্তব্য