মেলায় এলো অভিজিৎ রায়ের ‘ভালবাসা কারে কয়’ এর নতুন সংস্করণ

 প্রকাশিত: ২০১৬-০২-০৯ ০২:০৭:৫৩

সিলেটটুডে ডেস্ক:

অভিজিৎ রায়ের  বিবর্তনীয় মনোবিজ্ঞান বিষয়ক বই 'ভালোবাসা কারে কয়' এর নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে। বইটি প্রথম প্রকাশ পায় ২০১২ সালের একুশে বইমেলায়। বিপুল পাঠকপ্রিয়তা পাওয়া বইটির প্রথম সংস্করণ ফুরিয়ে গেলে গত বইমেলায় নতুন সংস্করণ বের করার কথা থাকলেও তা হয়ে উঠেনি। এরমধ্যে লেখক অভিজিৎ রায় উগ্র ধর্মীয় মৌলবাদীদের হাতে নির্মমভাবে নিহত হন। একই গোষ্ঠীর হামলায় গুরুতর আহত হন বইটির প্রকাশক শুদ্ধ্বস্বরের কর্ণধার আহমেদুর রশিদ টুটুল।

অবশেষে শত বাঁধা বিপত্তি পেরিয়ে বইটি নতুন প্রচ্ছদে প্রকাশিত হয়েছে। বর্তমানে দেশের বাইরে থাকলেও আহত টুটুলই অভিজিতের বইয়ের নতুন সংস্করণ বের করার বিষয়টি তদারকি করছেন।
তিনি জানান, শুদ্ধস্বর থেকে প্রকাশিত অভিজিৎ রায়ের সব বইয়েরই নতুন সংস্করণ বের করার চেষ্টা করছেন তারা।

অমর একুশে গ্রন্থমেলায় শুদ্ধস্বর প্রকাশনি (স্টল নং: ১৭৪-১৭৬) পাওয়া যাবে বইটি।

আপনার মন্তব্য