আবদুল মালীক ফারুকের 'যুদ্ধযাত্রা একাত্তর' গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান শুক্রবার

 প্রকাশিত: ২০১৬-০২-০৯ ১৯:৩৮:২৭

সিলেটটুডে ডেস্ক:

সমছুল-করিমা ফাউন্ডেশন থেকে প্রকাশিত বীর মুক্তিযোদ্ধা ও লেখক আবদুল মালীক ফারুক'র মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক 'যুদ্ধযাত্রা একাত্তর' গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান আগামী ১২ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।

বিয়ানীবাজার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রকাশনা অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড-সিলেটের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) একেএম গোলাম কিবরিয়া তাপাদার।

নির্ধারিত আলোচকের বক্তব্য রাখবেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামান, বিয়ানীবাজার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তারিকুল ইসলাম, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফজলুল হক, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মুজিবুর রহমান, এড. সাঈদ আহমদ মুমিত, শিক্ষামন্ত্রীর একান্ত সহকারি সচিব দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল প্রমুখ।

অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সাংবাদিক ও সংগঠক হাসান শাহরিয়ার, শাবুল আহমেদ ও মাছুম আহমদ।

আপনার মন্তব্য