এমদাদুল হক তুহিনের কাব্য ‘থমকে গেছে প্রেম’র মোড়ক উন্মোচন

 প্রকাশিত: ২০১৬-০২-১১ ০১:১১:০৮

 আপডেট: ২০১৬-০২-১১ ০২:৩০:০৪

ডেস্ক রিপোর্ট:

কবি ও সাংবাদিক এমদাদুল হক তুহিনের প্রথম কাব্য  ‘থমকে গেছে প্রেম’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলার নজরুল মঞ্চে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

'থমকে গেছে প্রেম’ কাব্যগ্রন্থটি কবির দীর্ঘদিনের কবিতা চর্চার বহিঃপ্রকাশ। কবিতার প্রতি কবির প্রেম বইটিতে উঠে এসেছে নিজস্ব অনুভব অনুভূতিতে। এছাড়াও সাংবাদিক এই কবির রাজপথে আন্দোলন সংগ্রামেরও রয়েছে দীর্ঘ ইতিহাস।

বইটির মোড়ক উন্মোচন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও সরকারী তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক তা. শা. শামীম সিদ্দিকী।

বইটির মোড়ক উন্মোচন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ড. আনোয়ার হোসেন বলেন, বইটি প্রকাশের মাধ্যমে তুহিনের সাংবাদিকতার পাশাপাশি কবিতা চর্চার বিষয়টিও প্রকাশ্যে এলো। শুধু তাই নয়, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে রাজপথে আন্দোলন সংগ্রামেও তার রয়েছে দীর্ঘ ইতিহাস।

তা. শা. শামীম সিদ্দিকী বলেন, আমার ছাত্র হিসাবে তুহিনের কবিতা চর্চার বিষয়টি আমার অনেক দিনের জানা। কবিতার প্রতি তার প্রেম অতুলনীয়।

এসময় কবির বন্ধু বান্ধব ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী ছাড়াও উপস্থিত ছিলেন সামাজিক ও সাংস্কৃতিক কর্মী জ্ঞানেন্দ্র চন্দ, ড সুব্রত ঘোষ, এফ এম শাহীন, নাসরিন হক, আবিদ হাসান জুয়েল প্রমুখ।

বইটি প্রকাশ করেছে র‍্যামন পাবলিশার্স, মেলার সোহরাওয়ার্দী অংশের ১৯৭ ও ১৯৮ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

আপনার মন্তব্য