গ্রন্থমেলায় মাহমুদ-উস সামাদ মারুফ-এর কবিতার বই ‘বিষাদ তরী’

 প্রকাশিত: ২০১৬-০২-২১ ০৩:১২:১১

সাহিত্য ডেস্ক:

তরুণ কবি মাহমুদ-উস সামাদ মারুফ-এর প্রথম কবিতার বই ‘বিষাদ তরী’ অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে।

সৃজনশীল প্রকাশনা সংস্থা তুষারধারা থেকে প্রকাশিত কবিতার বইটি পাওয়া যাচ্ছে সিলেটের অভিজাত লাইব্রেরীগুলোতেও।

মারুফ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ অধ্যয়নরত। আইন ও বিচার বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মারুফ লেখাপড়ার পাশাপাশি কাজ করছেন সাহিত্য-সংস্কৃতিসহ থিয়েটারের নানা শাখায়।

মারুফের কবিতায় ফুটে উঠেছে সমাজের নানা অসংগতির চিত্র। মা-মাটি আর দেশ প্রেমের পাশাপাশি মানব প্রেমের নানা কথামালাও রয়েছে তার কবিতায়।

গ্রন্থটির প্রচ্ছদ করেছেন সুভাষ চন্দ্র নাথ। মূল্য রাখা হয়েছে ৪০ টাকা মাত্র।

আপনার মন্তব্য