বইমেলায় দুর্বৃত্তদের আগুন, সিসি ক্যামেরা দেখে ২ জন সনাক্ত

 প্রকাশিত: ২০১৬-০২-২২ ১৯:৪৬:৫৮

 আপডেট: ২০১৬-০২-২৩ ০২:০৯:১১

সিলেটটুড ডেস্ক:

একুশের বইমেলায় শিশু কর্নারের পাশের একটি স্টল পুড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যান অংশে শিশু চত্বরের পাশে প্ল্যাটফর্মের (৪৯২ নম্বর) স্টলে আগুন দেয়ার ঘটনাটি ঘটে।

ভিডিও ফুটেজ অনুযায়ী, সন্ধ্যা ৬টা ০৭ মিনিটে দুই তরুণ আগুন লাগানোর চেষ্টা করে ওই স্টলটিতে। তারা দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরায়। সঙ্গে সঙ্গে পেছন থেকে লোকজনের চিৎকারে স্টলের পাশে থাকা লোকজন ও পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।

স্টলের বিক্রয়কর্মী প্রসেনজিৎ রায় বলেন, ‘পেছন দিক থেকে আগুন লাগানোর চেষ্টা করেছে কে বা কারা। আমরা পেট্রোলের গন্ধ পেয়েছি। প্রথমে নিজেদের চেষ্টায় ও পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।’

বইমেলা ইউনিটের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাহেব আলী বলেন, ‘সিসি ক্যামেরায় দেখা গেছে দুই ব্যক্তি ঘোরাফেরা করছিল। তারা পেট্রোল বা কেরোসিন দিয়ে আগুন লাগানোর চেষ্টা করে। এটা ষড়যন্ত্রমূলক হতে পারে, আমরা খতিয়ে দেখব।’

এ ব্যাপারে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বলেন, ‘সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেছে, সন্ধ্যা ৬টা ০৭ মিনিটে দুই জন তরুণ আগুন দেয়ার চেষ্টা করে ওই স্টলটিতে। ঘটনাস্থল ঘুরে আমরা কেরোসিনের গন্ধ পেয়েছি। পুলিশ বলেছে, তারা দ্রুতই এ ঘটনার সাথে সম্পৃক্তদের ধরতে পারবে।'

আপনার মন্তব্য