লৌকিক গল্পের অলৌকিক ভ্রমণ: প্যাসেজ টু হেভেন

 প্রকাশিত: ২০১৬-০২-২৫ ২১:৫১:৩৯

সাহিত্য ডেস্ক:

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মাসকাওয়াথ আহসানের উপন্যাস ‘প্যাসেজ টু হেভেন’।

ভারতীয় উপমহাদেশের প্রিয়- কম প্রিয় রাজনৈতিক নেতা, লেখক-শিল্পী-নানা উপকাহিনী ও উপন্যাসের চেনা জানা প্রেমিক-প্রেমিকাদের স্বর্গের জীবন বিনির্মাণের মাঝ দিয়ে অতীত ও বর্তমানকে দেখার চেষ্টা করা হয়েছে এই উপন্যাসে।

রম্য ও তির্যক ভঙ্গিতে লেখা এ উপন্যাসে ভারতীয় উপমহাদেশের দেশগুলোতে চলমান সাংঘর্ষিক বাস্তবতার শেকড় অনুসন্ধান করা হয়েছে নির্মোহ চিন্তনশৈলীতে।

গল্পের ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার আজকের কট্টরপন্থার অভিঘাত স্বর্গের মন্দ্র জীবনকেও ক্রমশ তিক্ত করে তোলে। দক্ষিণ এশিয়ার জনসমাজের সতত বিভাজিত হবার যে ‘হামারশিয়া’ বা ‘আত্মঘাতী মনোজগত এবং তা নিয়ে নানারকম ‘অনুভূতি’-র রাজনৈতিক জুয়া খেলার যে নরভোজী মানস; সেই সমাজ-রাজনৈতিক রসায়নের খোঁজে একটি সাহজিক নিরীক্ষা প্যাসেজ টু হেভেন।

উপন্যাসটি প্রকাশ করেছে উন্মোচন প্রকাশন।  এর প্রচ্ছদ শিল্পী ফারহানা খান।  

একুশে বইমেলায় গ্রন্থটির পরিবেশক সংহতি প্রকাশনের স্টলে (৪১৩-৪১৪) প্যাসেজ টু হেভেন পাওয়া যাচ্ছে মেলার পাঠকবান্ধব মূল্য ছাড় দিয়ে ১৫০ টাকায়।

আপনার মন্তব্য