গ্রন্থমেলায় সুজাত মনসুরের ২টি বইয়ের মোড়ক উন্মোচন

 প্রকাশিত: ২০১৬-০২-২৬ ১৮:২৩:১৩

 আপডেট: ২০১৬-০২-২৬ ২১:১৪:১৫

দেবব্রত চৌধুরী লিটন, বইমেলা থেকে:

একুশে গ্রন্থমেলায় সুজাত মনসুরের ২টি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা বাংলা একাডেমির নজরুল মঞ্চে  এ বই দুটির মোড়ক উন্মোচন হয়।

সুজাত মনসুর সম্পাদিত 'কবিতায় মুক্তিযুদ্ধ' ও 'সফল রাজনীতিক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা' এই ২টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পী।

আবৃত্তিকার নাজমা পারভিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক আল আজাদ, ইখতিয়ার উদ্দিন, লাভলী ইয়াছমিন জেবা, লোকমান আহমদ আপন, বশির আহমদ জুয়েল, দেবব্রত চৌধুরী লিটন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফজিলাতুন্নেছা বাপ্পী আমাদের মহান মুক্তিযুদ্ধকে উপজীব্য করে লেখা কবিতার বই প্রকাশ এবং সফল রাজনীতিবিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বইয়ের জন্যে সম্পাদক-লেখক সুজাত মনসুরকে ধন্যবাদ জানান।

তিনি একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় লেখালেখি করতে অপরাপর লেখকদের প্রতি আহ্বান জানান।

আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবের অধ্যায় মুক্তিযুদ্ধ নিয়ে নিরন্তর গবেষণা ও লেখালেখির প্রয়োজনীয়তার উপর তিনি গুরুত্বারোপ করেন।

আপনার মন্তব্য