ফজলুল হক পলাশের ‘ফড়িং’ বইমেলায়

 প্রকাশিত: ২০১৬-০২-২৭ ১২:২৭:১৮

সিলেটটুডে ডেস্ক:

ইমেলায় প্লাটফর্ম প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে ফজলুল হক পলাশের অতিপ্রাকৃত ও ভৌতিক গল্পসমগ্র ‘ফড়িং’। সোহরাওয়ার্দী উদ্যানের ৪৯২ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

এবারের বই মেলায় লেখকের এটি অষ্টম বই।

অস্বাভাবিক আর ভৌতিক এই সব বিষয়বস্তুর অলিতে গলিতে লেখকের ব্যাপক পদচারণা। লেখকের ভাষায় ‘পৃথিবীতে প্রতিনিয়তই কিছু না কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে থাকে। এইসব ঘটনাগুলোর প্রতি আমাদের অনেকটা আকাঙ্ক্ষা থাকে। আমাদের সবারই হয়তো এই ধরনের ছোট বড় কিছু না কিছু অভিজ্ঞতা আছে। যেগুলোর উত্তর আমরা কেউই খুঁজে পাই না। আবার এই প্রশ্নগুলো আমাদের মাথায় ঘোরে।’

‘আমি আসলে এই প্রশ্নগুলো খোঁজার চেষ্টা করছি। গল্পগুলোর মধ্যে নিজে নিজেকে প্রশ্ন করেছি আর উত্তরগুলো এক রকম করে দেয়ার চেষ্টা করা হয়েছে।’- যোগ করেন লেখক।

প্রতিবারের মতো এবারও ‘ফড়িং’-এও এ ধরনের কিছু অতিপ্রকৃত গল্প উঠিয়ে আনার চেষ্টা করেছেন ফজলুল হক পলাশ।

আপনার মন্তব্য