সরদার ফারুকের ‘নোনা শহর’ একুশে গ্রন্থমেলায়

 প্রকাশিত: ২০১৭-০২-০৪ ১৯:৫০:২১

নিজস্ব প্রতিবেদক:

কবি ও চিকিৎসক সরদার ফারুকের প্রথম গল্পগ্রন্থ একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে। ‘নোনা শহর’ নামের বইটি সরদার ফারুকের প্রথম গল্পগ্রন্থ হলেও এর আগে তাঁর ৯টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন।.

বইয়ের কয়েকটি গল্পের নাম হলো হানিমুনি,খাদ, মুক্তি, মহান ঈশপ বেঁচে থাকলে এখন যে গল্পটি লিখতেন, তিন মূর্তি, শ্রেণি সংগ্রাম,অজ্ঞাতনামার ডায়েরি থেকে, জালালী কবুতর অথবা কুমার নদের ব্রিজের গল্প, রবজেলের ঘোড়া, প্রত্যাবর্তনের দিন,অনুরাধা টেইলারিং হাউজ।

৮৬ পৃষ্ঠার পেপারব্যাক কাভারে করা বইটির মূল্য ৯৫টাকা। পাওয়া যাবে একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দি উদ্যান অংশের ৪৯৫ নং স্টলে।

উল্লেখ্য, কবি সরদার ফারুকের জন্ম ঝিনাইদহের মহেশপুরে, পৈত্রিক ভিটা বরিশালে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ঢাকায় কর্মরত। ছাত্রজীবন থেকে লেখালেখির সঙ্গে সম্পৃক্ত, ছিলেন ছাত্র রাজনীতিতেও।

এর আগে তাঁর ৯টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। বইগুলো হলো আনন্দ কোথায় তুমি; পড়ে আছে সমুদ্র গর্জন; উন্মাদ ভূগোল; দীপালি অপেরা; ও সুদূর বীজতলা, মঠের গম্বুজ; দূরের জংশন; অন্যদের তর্কে ঢুকে পড়ি; খেলছে একা নীল বিভঙ্গ ও নির্বাচিত কবিতা।

আপনার মন্তব্য