শারমিন শামসের ‘অল দ্য বেস্ট টু পুরুষতন্ত্র’ গ্রন্থমেলায় আসছে ১০ ফেব্রুয়ারি

 প্রকাশিত: ২০১৭-০২-০৮ ১৫:৪৪:৫৭

 আপডেট: ২০১৭-০২-০৮ ১৬:১২:২০

নিজস্ব প্রতিবেদক:

এবারের একুশে গ্রন্থমেলায় প্রকাশ হচ্ছে শারমিন শামস্ এর বই 'অল দ্য বেস্ট টু পুরুষতন্ত্র'। লেখকের নির্বাচিত নারীবাদী কলামের সংকলন এটি।

বইটির ভুমিকায় লেখক লিখেছেন, 'দেশের চলমান পরিস্থিতি, অবস্থা, সামাজিক প্রেক্ষাপটে নারী নির্যাতন ও অবদমনের ঘটনাগুলো নিয়ে লেখার পাশাপাশি নিজের জীবনবোধে যে অভিজ্ঞতা আর উপলব্ধির মধ্য দিয়ে গিয়েছি ক্রমাগত, সেইসব নিয়েই লিখতে চেষ্টা করেছি। আমার জীবন এখনও পুরোটা মনুষ্যজীবন নয়, এখনও এটি নারীর জীবন। এই নারী জীবনের খোলস থেকে বেরিয়ে কবে প্রজাপতির মত পাখা মেলে মানুষ হয়ে উঠবো, জানা নেই। সে পর্যন্ত এ জীবন শুঁয়োপোকার। ... লৈঙ্গিক বৈষম্যের বিরুদ্ধে আমার লড়াই আমার কলম। আমি আমার কথা বলি, আরো বলতে চাই। যে মেয়েটা নিজের কথা বলতে না পেরে স্তব্ধ হয়ে আছে, তার কথাও বলে যাই।'

পেপারব্যাক কাভারে বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী। বইয়ের প্রচ্ছদ করেছেন রবীন আহসান। 

একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে শ্রাবণ প্রকাশনীর ২৫৫, ২৫৬ ও ২৫৭ নং স্টলে বইটি পাওয়া যাবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে।

আপনার মন্তব্য