গ্রন্থমেলায় সোলায়মান সুমনের ‘মৃত্যুখেকো মানুষগুলো’

 প্রকাশিত: ২০১৭-০২-১১ ২৩:৪৪:১০

 আপডেট: ২০১৭-০২-১১ ২৩:৫০:৩৪

নিজস্ব প্রতিবেদক:

অমর একুশে গ্রন্থমেলায় সোলায়মান সুমনের গল্পগ্রন্থ ‘মৃত্যুখেকো মানুষগুলো’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে পরিবার পাবলিকেশন্স।

‘মৃত্যুখেকো মানুষগুলো’ সোলায়মান সুমনের একক তৃতীয় গল্পগ্রন্থ। ১১টি গল্প দিয়ে সাজানো বইটির মূল্য ধরা হয়েছে ১৬০ টাকা। পাওয়া যাচ্ছে একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দি উদ্যান অংশের ৩৪৭ নং স্টলে।

পেশাগত জীবনে শিক্ষক সোলায়মান সুমনের জন্ম চাপাই নবাবগঞ্জে। বর্তমানে ঢাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর এ গল্পকার ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা অনুপ্রাণন-এর সম্পাদনা পরিষদের সদস্যও।

তাঁর প্রকাশিত বইগুলো হলো- মুই তোরে কোচ পাং (গল্পগ্রন্থ, ২০০৯), পঞ্চায়ুধ (সম্পাদিত গল্পসঙ্কলন, ২০১১), ছায়াগুলো জেগে থাকে (গল্পগ্রন্থ, ২০১৪); বাংলা সাহিত্যের সেরা গল্প (সম্পাদিত গল্প সঙ্কলন প্রকাশিতব্য), মৃত্যুখেকো মানুষগুলো (বইমেলা, ২০১৭)।

এছাড়াও রুদ্র, গল্প নামে দুটি ছোটকাগজ সম্পাদনা করেছেন । গণবচন শিল্প সংসদ ও কাহ্নপা সাহিত্যচক্র সহ বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

আপনার মন্তব্য