একুশে গ্রন্থমেলা : বই আপনার, বিনামূল্যে প্রচার করবে সিলেটটুডে

 প্রকাশিত: ২০১৮-০১-৩১ ২১:৫৬:০২

 আপডেট: ২০২০-০২-১৫ ১৮:৪৪:২৩

নিজস্ব প্রতিবেদক:

ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই বাংলা একাডেমির উদ্যোগে শুরু হচ্ছে একুশে গ্রন্থমেলা। এ গ্রন্থমেলায় অগণন লেখকের বই প্রকাশ হবে।

প্রকাশিত/প্রকাশিতব্য বই সম্পর্কে পাঠকদের জানাতে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম নিয়েছে ব্যতিক্রমি উদ্যোগ। গত বছরের ধারাবাহিকতাও এবারও আমরা লেখক-প্রকাশকদের দিকে বাড়িয়ে দিচ্ছি সহযোগিতার হাত।

এ লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম আপনার বই সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দেবে।

আপনার বইয়ের তথ্য সহ সংবাদ দিন; আমরা দায়িত্ব নিচ্ছি প্রচারের, এবং তা সম্পূর্ণ বিনামূল্যে।

এজন্যে আপনাকে যে সকল তথ্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে হবে তা হচ্ছে:

বইয়ের নাম, বিষয়, লেখকের নাম, প্রকাশনা প্রতিষ্ঠান, মূল্য, পৃষ্ঠা সংখ্যা, প্রচ্ছদ শিল্পীর নাম এবং বইমেলায় প্রকাশনা সংস্থার স্টল, প্যাভিলিয়নের নাম্বার (যদি জানা থাকে)।

কবিতা, প্রবন্ধ ও গল্পের বইয়ের ক্ষেত্রে কত সংখ্যক লেখা সে বইয়ে রয়েছে সে তথ্যও দিতে পারেন। গল্প-প্রবন্ধের শিরোনামও উল্লেখ করতে পারেন; কবিতার বইয়ের ক্ষেত্রে কবিতার শিরোনাম উল্লেখের প্রয়োজন নেই। উপন্যাসের ক্ষেত্রে সে লেখা কী বিষয় নিয়ে তার সংক্ষেপিত বর্ণনাও (সর্বোচ্চ ১৫০ শব্দ) দিতে পারেন।

কবি/লেখকদের পূর্বে প্রকাশিত কোন গ্রন্থ থাকলে সেটাও উল্লেখ করতে পারেন। একই সঙ্গে কবি/লেখকের সংক্ষিপ্ত বৃত্তান্তও।

সংশ্লিষ্ট কবি/লেখকের এবারের গ্রন্থমেলায় কতটি বই বের হচ্ছে সে বইগুলো সম্পর্কেও তথ্য দিতে পারেন।

আর সবচেয়ে জরুরি হলো প্রচ্ছদ ও লেখকের ছবি। এক্ষেত্রে ছবিটি ভালো রেজুলেশনের এবং ৭০০/৪৫০ পিক্সেলে রিসাইজ করে দেবেন।

গ্রন্থমেলাকে কেন্দ্র করে প্রকাশিত/প্রকাশিতব্য যেকোনো বইয়ের রিভিউও পাঠানো যাবে। তবে শর্ত থাকে যে রিভিউকৃত বইয়ের এক কপি (অফেরতযোগ্য) সিলেটটুডে বরাবর পাঠাতে হবে। রিভিউ ও বই পাঠানো মানেই সেটা প্রকাশের শর্তপূরণ নয়; এক্ষেত্রে সম্পাদনা পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত।

এছাড়াও গ্রন্থমেলা চলাকালীন সময়ে যেকোনো বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিও পাঠানো যাবে। এক্ষেত্রে অবশ্যই উপরে উল্লেখিত তথ্যাদিসহ প্রকাশনা অনুষ্ঠানের কমপক্ষে ৩টি ছবি পাঠাতে হবে।

সকলক্ষেত্রে ইমেইল যোগাযোগ করুন, আর ইমেইলের বিষয়ে (subject) লিখুন "একুশে গ্রন্থমেলা ২০১৮"। ইমেইল ঠিকানা: [email protected] ; ইমেইলের পর সিলেটটুডের সাথে সম্পর্কিত কারও সাথে ব্যক্তিগতভাবে, অথবা মোবাইল ফোনে যোগাযোগের প্রয়োজন নেই।

সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে থাকুন!

আপনার মন্তব্য