বইমেলায় সুমন্ত গুপ্তের বই ‘সাফল্যের গল্পগাথা’

 প্রকাশিত: ২০১৮-০২-০১ ১০:৫১:৫১

নিজস্ব প্রতিবেদক:

একুশে বইমেলায় প্রকাশ হয়েছে সুমন্ত গুপ্তের বই ‘সাফল্যের গল্পগাথা’। বইটি প্রকাশ করেছে নাগরী প্রকাশনী।

বিভিন্ন জাতীয় দৈনিকে লেখালেখি করা সুমন্ত গুপ্তের লেখালেখি থেকে বাছাই করা লেখাগুলো নিয়েই ‘সাফল্যের গল্পগাথা’।

বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। মূল্য ১৫০ টাকা। বইমেলায় নাগরী প্রকাশনীর ৩০৮ নাম্বার স্টলে পাওয়া যাবে বইটি। পাওয়া যাবে সিলেট বইমেলার নাগরী প্রকাশনীর স্টলেও।

সুমন্ত গুপ্তের জন্ম ১৯৮৪ সালে সিলেটে। বাবা সন্তোষ কুমার গুপ্ত পেশায় আইনজীবী ছিলেন। মা মৃদুলা গুপ্ত অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা, চাকরী করেছেন সোনালী ব্যাংকে। সুমন্ত গুপ্তের শৈশব কৈশোর কেটেছে সিলেট শহরে। ব্যবসা প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। সিলেটের এক বেসরকারি ব্যাংকে কাজ করছেন।

সুমন্ত সিলেটের সাংস্কৃতিক পরিমণ্ডলে যুক্ত ছোটবেলা থেকেই। জাতীয় দৈনিক পত্রিকাতে লিখছেন নিয়মিতভাবে, যুক্ত আছেন বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রে নিয়মিত অনুষ্ঠান ঘোষক হিসেবে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্য সংগঠন শ্রুতি, সিলেটের সহ-প্রতিষ্ঠাতা।

আপনার মন্তব্য