একুশে গ্রন্থমেলায় কামরুজজামান সরকার'র উপন্যাস ‘কাবেরী উপাখ্যান’

 প্রকাশিত: ২০১৮-০২-০৬ ১৭:৪৬:৪৭

নিজস্ব প্রতিবেদক:

অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাবে কামরুজজামান সরকার'র আলোচিত উপন্যাস কাবেরী উপাখ্যান।  মেলার বিশ্ব সাহিত্য ভবনের ৪৭৫- ৪৭৮ নম্বর স্টলে পাওয়া যাবে গ্রন্থটি।

বিয়োগান্ত প্রেমকাহিনীই ‘কাবেরী উপাখ্যান’র মূল উপজীব্য।  ধর্মীয় ভিন্নতা থাকার কারণে সমাজ বাস্তবতায় প্রবাসী অধ্যাপক শিশির ও কাবেরীর প্রেম পূর্ণতা পায়নি। সেই প্রেম প্রায় একযুগ পর দীপক আর দীপার বিচ্ছেদ হতে চলা সংসার বাঁচিয়ে দেয়। কিন্তু কীভাবে? সে প্রশ্নের উত্তর জানতেই পাঠককে এক নিমিষে পড়তে হবে কাবেরী উপাখ্যান।

কামরুজজামান সরকার একাধারে কবি, সাহিত্যিক ও গীতিকার। ৩১ তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে তিনি সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেন। বর্তমানে তিনি রাজশাহী কলেজে সমাজকর্ম বিভাগে অধ্যাপনা করছেন। তাঁর প্রথম কাবগ্রন্থ 'একলা শালিক ' গত বইমেলায় বেশ সুনাম কুড়িয়েছে।

উল্লেখ্য গত ২০ জানুয়ারি  এই বইয়ের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।

আপনার মন্তব্য