ছোটকাগজ ‘বুনন’ প্রকাশে সিলেটে লেখক-পাঠক আড্ডা

 প্রকাশিত: ২০১৮-০২-১০ ২৩:৫০:১২

নিজস্ব প্রতিবেদক:

সাহিত্যের ছোটকাগজ ‘বুনন’ চতুর্থ সংখ্যা প্রকাশ উপলক্ষে সিলেটে লেখক-পাঠক ও শুভানুধ্যায়ী আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আমেরিকান কর্নারে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিয়ে লেখক-পাঠক ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের লিটলম্যাগ আন্দোলনে বুনন বেশ শক্তিশালী অবস্থান তৈরি করেছে। এর মধ্যে ৪টি সংখ্যা প্রকাশ হয়েছে। প্রতি সংখ্যাই প্রশংসিত হয়েছে লেখক-পাঠকদের কাছে। এর প্রমাণ চতুর্থ সংখ্যা। এ সংখ্যার বর্ধিত কলেবর বুননের প্রতি লেখকদের আগ্রহ প্রমাণ করছে।

বক্তারা বলেন, সাহিত্য সাধনার ব্যাপার। একইভাবে সাহিত্য প্রকাশনাও একটি সাধানাকর্ম। বিশেষ করে লিটলম্যাগ। অলাভজনক এ প্রচেষ্টা সৃজনশীল এবং মৌলিক সাহিত্য ও সাহিত্যভাবনা এবং সমকালীন সাহিত্যকে ধারণ ও লালন করে। আরও অনেক লিটলম্যাগের মত বুননও সেটি করছে।

লেখক-পাঠক-শুভানুধ্যায়ী আড্ডায় অন্যদের মধ্যে অংশ নেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কলা অনুষদের ডিন অধ্যাপক মইজুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি একে শেরাম, কথাসাহিত্যিক ওয়াহিদ সারো, ভাস্কর সম্পাদক কবি পুলিন রায়, কবি মোস্তাক আহমাদ দীন, কবি মালেকুল হক, গল্পকার নেসার শহীদ, কবি আবুল কাশেম, আহমেদ বকুল, পর্ণা ধর, মহিবুর রহমান মজনু, নাজমা আক্তার আঁখি, আবুল বাশার, আশরাফুল ইসলাম অনি, হিফজুর রহমান, আবুল বাশার, মামুন আহমদ, সুবিনয় চক্রবর্তী, রহমত আলী প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি বাংলা একাডেমির একুশে বইমেলা উপলক্ষে ছোটকাগজ ‘বুনন’ প্রকাশিত হয়। এবারের বুনন বেরিয়েছে বর্ধিত আকারে। ১৫ ফর্মার এ সংখ্যায় লিখেছেন দেশের ৯৩ লেখক। কবিতা লিখেছেন ৬৪ কবি। আছে গল্প, আলোচনা, অনুবাদ সাহিত্য।

কবি খালেদ উদ-দীন সম্পাদিত বুননের প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। মূল্য, ৭০ টাকা। ছোটকাগজ সিলেটের কেন্দ্রীয় শহিদমিনারে চলমান বইমেলায়ও পাওয়া যাচ্ছে।

আপনার মন্তব্য