বাংলা একাডেমির সঙ্গে বিকাশের চুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না: আদালত

 প্রকাশিত: ২০১৮-০২-১২ ১৭:০১:০৩

সিলেটটুডে ডেস্ক:

একুশে বইমেলায় ক্রেতারা অনলাইন, মোবাইল কিংবা নগদ অর্থে বইয়ের মূল্য পরিশোধ করতে পারবেন বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১২ ফেব্রুয়ারি) এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈতবেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে বইয়ের মূল্য পরিশোধে বাংলা একাডেমির সঙ্গে বিকাশের চুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

দুই সপ্তাহের মধ্যে বাংলা একাডেমির চেয়ারম্যান ও মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক।

এর আগে বইমেলায় নগদ অর্থের বাইরে শুধুমাত্র মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করা সংক্রান্ত একটি চুক্তি করে বাংলা একাডেমি। বিকাশের সঙ্গে এ চুক্তির পরিপ্রেক্ষিতে বইমেলায় বই ক্রয়ের পর মূল্য পরিশোধের ব্যাপারে বাংলা একাডেমির নেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ১১ ফেব্রুয়ারি (রবিবার) একটি রিট করেন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসাইন। সেই রিটের ওপর শুনানি করে সোমবার আদেশসহ রুল জারি করেছেন আদালত।

আপনার মন্তব্য