বইমেলায় সুচিত্রা ধরের ‘ডুবতে রাজি আছি’

 প্রকাশিত: ২০১৮-০২-১৮ ০০:৪৭:০৭

নিজস্ব প্রতিবেদক:

অমর একুশে গ্রন্থমেলায় কানাডা প্রবাসী লেখিকা সুচিত্রা ধর-এর উপন্যাস ‘ডুবতে রাজি আছি’ প্রকাশিত হয়েছে। এটা তাঁর তৃতীয় উপন্যাস।

সৃজনশীল প্রকাশনা সংস্থা প্রতিভা প্রকাশ উপন্যাসটি প্রকাশ করেছে। পাওয়া যাচ্ছে বইমেলার ৪৯৪-৪৯৫ নং প্রতিভার স্টলে। ১৭৬ পৃষ্ঠার উপন্যাসের দাম তিনশত ত্রিশ টাকা। প্রবাসী পাঠকরা সংগ্রহ করতে পারবেন দশ ডলারে। ২৪ ফেব্রুয়ারি মন্ট্রিয়লে অনুষ্ঠিতব্য দিনব্যাপী একুশে বইমেলায়ও পাওয়া যাবে উপন্যাসটি।

সিলেটের মেয়ে সুচিত্রা লেখালেখি শুরু করেন ভোরের কাগজ পাঠক ফোরামের মাধ্যমে। শুরু থেকেই গল্প লেখার প্রতি দুর্বলতা সৃষ্টি হয়। গল্প থেকে শুরু করে তিনি লিখছেন উপন্যাস।

সুচিত্রা ধর আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, সিলেট সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশ করেন।

তাঁর প্রথম উপন্যাস ‘চোখের জলে দিও সারা’ প্রকাশ হয় ২০১৫ সালে। দ্বিতীয় উপন্যাস ‘হৃদয়ের গহীনে মেঘ’ বের হয় ২০১৬ সালে।

পূর্ব-প্রকাশিত গ্রন্থদ্বয়ের পথ ধরে এবারের উপন্যাস ‘ডুবতে রাজি আছি’ও পাঠক প্রিয়তা পাবে বলে মনে করছেন গ্রন্থটির প্রকাশক মঈন মুরসালিন।

আপনার মন্তব্য