ওয়েব ডেস্ক

২৬ অক্টোবর, ২০১৫ ২৩:০১

ভারতের শিবসেনার হুমকির মুখে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ ও মাহিরা

পাকিস্তানি গজল শিল্পী গুলাম আলির সঙ্গীতানুষ্ঠান ইতিমধ্যেই ভেস্তে দিয়েছে ভারতের শিবসেনা। সম্প্রতি প্রাক্তন পাক বিদেশমন্ত্রীর গ্রন্থপ্রকাশ অনুষ্ঠান ঘিরে সুধীন্দ্র কুলকার্নির গায়ে কালি ছিটিয়ে দিয়েছিল উদ্ধব ঠাকরের দলটি।

এবার তাদের হুমকির মুখে পড়লেন পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীরা। বলিউডে পাকিস্তানি অভিনেতা বা সঙ্গীত শিল্পীদের কাজ দেওয়া চলবে না,  এমনই ফতোয়া দিয়েছে শিবসেনার চলচ্চিত্র শাখা চিত্রপট সেনা।

মোটকথা, এবার তাদের আক্রমণের লক্ষ্য ফাওয়াদ খান ও মাহিরা কান।

চিত্রপট সেনার মহাসচিব অক্ষয় বরদাপুরকর জানিয়েছেন, মহারাষ্ট্রর মাটিতে পাক অভিনেতা, ক্রিকেটার বা শিল্পীদের পা রাখতে দেওয়া হবে না। তিনি আরও জানিয়েছেন, 'রইস'-এর অভিনেত্রী মাহিরা ও 'ইয়ে দিল হ্যায় মুশকিল'-এর অভিনেতা ফাওয়াদ খানকে মহারাষ্ট্রে সিনেমার প্রচার করতে দেওয়া হবে না।

রণবীর কপূরের আগামী সিনেমা 'ইয়ে দিল হ্যায় মুশকিল'-এ ফাওয়াদকে বড়পর্দায় দেখা যাবে। অন্যদিকে, 'রইস' সিনেমায় শাহরুখের বিপরীতে রয়েছেন মাহিলা।

সিনেমা দুটির মুক্তির আগেই মাহিরা ও ফাওয়াদের বিরোধিতায় সরব হল শিবসেনা।

শিবসেনা হুমকির সুরে পাক শিল্পীদের মহারাষ্ট্রে পা না দিতে বলেছে। বলিউডের বেশ কয়েক জন প্রভাবশালী পরিচালক, প্রযোজক এবং অভিনেতা ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলকে চিঠি দিয়ে চিত্রপট সেনা পাক শিল্পীদের বয়কট করার দাবি জানাচ্ছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, কয়েকদিন আগেই মুম্বাইয়ে বিসিসিআইয়ের দফতরে গিয়ে বিক্ষোভ দেখায় শিবসেনা। তাদের গা-জোয়ারি বিক্ষোভের কারণে পিসিবি-র প্রধানের সঙ্গে বিসিসিআই সভাপতির বৈঠক ভেস্তে যায়।

বিক্ষোভের জেরে পাক আম্পায়ার আলিম দারকে মুম্বইয়ে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ থেকে সরিয়েও নেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত