বিনোদন ডেস্ক

০৭ জানুয়ারি, ২০১৬ ০০:৩১

১০৫ দিন আগেই মুক্তি পাচ্ছেন সঞ্জয় দত্ত

সাজার মেয়াদ শেষ হওয়ার ১০৫ দিন আগেই জেল থেকে মুক্তি পাচ্ছেন মুন্নাভাই খ্যাত বলিউড স্টার সঞ্জয় দত্ত।

আগামী ২৭ ফেব্রুয়ারি তিনি জেল থেকে মুক্তি পাবেন। সংশোধনাগারে থাকাকালীন তার আচরণ সন্তোষজনক হওয়ায়, তাকে আগাম মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র প্রশাসন।

মুম্বাইতে ১৯৯৩ সালের বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছিল সঞ্জয় দত্তের বিরুদ্ধে। তবে সেই অভিযোগ প্রমাণিত না হলেও বেআইনিভাবে নিজের কাছে একে-৫৬ রাইফেল এবং পিস্তল রাখার দায়ে ২০০৭ সালে ৬ বছরের জেল হয় সঞ্জয়ের।

১৮ মাস জেল খাটার পর জামিন পান সঞ্জয়। উচ্চতর আদালতে ৬ বছরের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করলে ২০১৩ সালের মার্চে আপিল খারিজ করেন আদালত। এতে ফের জেলে ফিরতে হয় মুন্নাভাইকে। তবে পুণের ইয়েরওয়াড়া জেলে থাকাকালীন একাধিকবার প্যারোলে মুক্তি পেয়েছেন সঞ্জয়।

২০১৩ এর মে থেকে ২০১৪ এর মে পর্যন্ত একবছরে ১১৮ দিন জেলের বাইরে কাটিয়েছিলেন সঞ্জয়। এনিয়ে সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। তার পর থেকে বেশিরভাগ সময় সংশোধনাগারের ভেতরেই কাটিয়েছেন সঞ্জয় দত্ত। এই সময়ে ভালো ব্যবহারের কথা মাথায় রেখেই তাকে মেয়াদ শেষ হওয়ার কিছুটা আগেই মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হলো। 

আপনার মন্তব্য

আলোচিত