বিনোদন ডেস্ক

০৬ ফেব্রুয়ারি , ২০১৬ ১৯:৩৯

নারীর সম্মান পোশাকের দৈর্ঘ্যে নির্ভরশীল নয়: বিদ্যা

নারীর প্রতি সম্মান তাদের পোশাকের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না, এমনটাই বিশ্বাস করেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।


'ইউথ ফর ইউনিটি' নামের একটি অনুষ্ঠানে বৃহস্পতিবার নারীদের পোশাক পরা নিয়ে নিজের এ মতামত প্রকাশ করেন ৩৮ বছরের এই অভিনেত্রী।

বিদ্যা বলেন, 'নারীদের পোশাক পরা নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেয়েদের সেরকম পোশাক পরা উচিত, যেগুলো তাদের পছন্দ। নারীদের পোশাকের দৈর্ঘ্যের ওপর তাদের সম্মান নির্ভর করে না।'

বিদ্যা আরও বলেন, 'এর থেকেও বেশি প্রয়োজন নারীদেরও নিজের পায়ে দাঁড়ানো; পুরুষদের মতোই স্বনির্ভর হওয়া। নারী ও পুরুষের মধ্যে কোনও বিভেদ থাকা উচিত নয়।'

সব ক্ষেত্রে নারীদের সাফল্যেও তিনি গর্বিত বলে জানান এই বলিউড অভিনেত্রী।

বিদ্যা আরও বলেন, 'ইভটিজিং বা এই ধরনের কোনও অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হলে মেয়েদের উচিত নির্ভয়ে রুখে দাঁড়ানো। বর্তমানে সর্বত্রই ইভটিজিংয়ের শিকার হতে হয় মেয়েদের। কোথাও বেশি, কোথাও কম। মেয়েদের উচিত এ ব্যাপারে কঠোর হওয়া।'

নারীকল্যাণে সামিল হতে পেরে তিনি খুবই খুশি উল্লেখ করে বিদ্যা জানান, মেয়েদের শিক্ষা, প্রতি ঘরে শৌচালয় নির্মাণ প্রভৃতির বিজ্ঞাপনী প্রচারে রয়েছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত