ওয়েব ডেস্ক

১১ মার্চ, ২০১৬ ০৯:২৪

শান্তির বার্তা নিয়ে ভারতে এলআরবি

অসহিষ্ণুতা ও অস্থিরতা কাটিয়ে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে উপমহাদেশের সঙ্গীতশিল্পীদের নিয়ে ভারতে আয়োজিত এক কনসার্টে অংশগ্রহণ করতে যাচ্ছে এলআরবি।

হরিয়ানা প্রদেশের গুরগাঁওয়ে ডিএলএফ সাইবারে 'হান্ড্রেড পাইপারস-নেশনস ফর পিস' শিরোনামে আয়োজিত এ কনসার্টে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গান শোনাবেন ব্যান্ডদলের সদস্যরা।

শনিবার এ উৎসবে ভারত, শ্রীলংকা, নেপাল, ভুটান ও পাকিস্তানের সঙ্গীতশিল্পীরাও অংশগ্রহণ করবেন।

এ প্রসঙ্গে এলআরবি ব্যান্ডদলের আইয়ুব বাচ্চু বলেন, 'সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলতে সঙ্গীত শক্তিশালী এক মাধ্যম। এর মাধ্যমে বিশ্বময় বিভিন্ন দেশের মানুষের মধ্যে একটি নৈতিক সেতুবন্ধন তৈরি করা যায়। এভাবেই শান্তির বার্তা ছড়িয়ে যাবে মানুষের ঘরে ঘরে। বিশ্বব্যাপী এ শান্তির বার্তা ছড়িয়ে দিতেই এ কনসার্টের আয়োজন।'

জানা যায়, কনসার্টে অংশগ্রহণ করতে আজ ব্যান্ডদলের সবাইকে নিয়ে ঢাকা ত্যাগ করবেন আইয়ুব বাচ্চু।

আপনার মন্তব্য

আলোচিত