সিলেটটুডে ডেস্ক

১৭ এপ্রিল, ২০১৫ ০১:৪৩

বর্ষবরণ উৎসবে যৌন হয়রানির বিচার দাবি মৌসুমীর

বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বখাটেদের দ্বারা এক নারীকে যৌন হয়রানির প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। এ ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি জানিয়েছেন তিনি।

মৌসুমী হামিদ ‘অর্কিড’ নামের একটি ধারাবাহিক নাটকের শুটিং করতে এই মুহূর্তে ব্যাংককে আছেন। সেখান থেকেই বাংলাদেশে ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক ঘটনার জন্য উপযক্ত বিচার দাবি করেছেন তিনি। তার ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ ঘটনার প্রতিবাদ করেছেন মৌসুমী।

ইতিমধ্যে এ ঘটনায় দেশজুড়েই নিন্দার ঝড় বইছে। ফেসবুকেও চলছে তীব্র সমালোচনা। যৌন হয়রানির দায়ে জড়িতদের গ্রেফতার করতে বৃহস্পতিবার হাইকোর্টও রুল জারি করেছে।

মৌসুমী হামিদ তার স্ট্যাটাসে লিখেছেন ‘পয়লা বৈশাখে মেয়েদের শ্লীলতাহানিকারীদের বিচার চাই।’

সেইসাথে বিচার চাই লিখা একটি পোস্টার নিয়ে ছবিও আপলোড করেন মৌসুমী।

ইংরেজি হরফে লেখা স্ট্যাটাসে মৌসুমী লিখেন- "Pohela boishakhe meya der shillota hani kari der bichar chai .."ata Amr placard .ami jete parchi na kal,..akhon Amr pokkhe aytuku e shomvob...

 

 

আপনার মন্তব্য

আলোচিত