বিনোদন ডেস্ক

২১ এপ্রিল, ২০১৫ ০৩:২৪

নচিকেতার প্রথম মিউজিক ভিডিও 'বিতর্কিত' শিল্পির সঙ্গে

ওপার বাংলার জীবনমুখী গানের কিংবদন্তীতূল্য শিল্পী নচিকেতা চক্রবর্তী এবার একটা মিউজিক ভিডিওয়ের শুটিং করলেন বাংলাদেশে। এটা বাংলাদেশে তাঁর করা প্রথম মিউজিক ভিডিও। ‘আয় ভোর’ শিরোনামের গানটি যৌথভাবে গেয়েছেন নচিকেতা ও মানিক।

যদিও যার সঙ্গে মিউজিক ভিডিও করলেন তাঁকে নিয়ে বেশ বিতর্ক আছে বাংলাদেশে। এ নিয়ে সোশ্যাল সাইটগুলোতে নচিকেতাকে ঘিরে বেশ সমালোচনাও চলছে। 

আমিরুল মোমেনীন মানিক। ইসলামি গানের শিল্পী ও যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর বন্ধ হয়ে যাওয়া দিগন্ত টেলিভিশনের সাংবাদিক। ছেলেবেলা থেকেই ইসলামি গান করতেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছিলেন শিবিরের সহযোগী সংগঠন বিকল্প সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সঙ্গে।

এলবাম প্রসঙ্গে নচিকেতা বলেন, ‘অসংখ্য জনপ্রিয় গান গেয়েছি কিন্তু কখনোই ভিডিও তৈরিকে প্রাধান্য দেইনি। এছাড়া দৃষ্টিনন্দন লোকেশন, চিত্রনাট্য সবকিছুই আমাকে আকৃষ্ট করেছে বলে আমি ভিডিওতে অংশ নিয়েছি।’ দ্বৈত এ গানটির ভিডিও খুব শিগগিরই প্রকাশ পাবে।

আপনার মন্তব্য

আলোচিত