বিনোদন ডেস্ক

০৯ মে, ২০১৫ ০১:২৪

রুবেলের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে হ্যাপির জিডি

সম্প্রতি হ্যাপিকে হত্যা করার জন্য রুবেল ২ জন গুন্ডা ভাড়া করেছেন মর্মে একটি স্ট্যাটাস দেন হ্যাপী। এরপর পরই তার ফেসবুক ও ইমেইল হ্যাক হয়। এসব কারণে ভীতির মধ্যে রয়েছেন বলে জানান তিনি। এরই প্রেক্ষিতে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর মিরপুর থানায় একটি জিডি করেন হ্যাপী। জিডি নাম্বার ৪৭৭।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ওসি সালাউদ্দীন বলেন, ‘নিরাপত্তা চেয়ে হ্যাপী আমাদের থানায় জিডি করেছেন। আমাদের পক্ষ থেকে যা করা সম্ভব আমরা তা করার চেষ্টা করবো।’

জিডি করা প্রসঙ্গে হ্যাপী বলেন, ‘জীবনের ভয় কার না আছে। ও যেভাবে আমাকে হুমকি দিচ্ছে তাতে আর নিরব বসে থাকলে চলবে না। কারণ আমি নিশ্চিত হয়েছি, ও আমাকে খুন করার জন্য গুন্ডা ভাড়া করেছে। যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে তার জন্য রুবেলই দায়ী থাকবে। তাই আমি নিরাপত্তার স্বার্থে এই সাধারণ ডায়েরী করেছি।’

হ্যাপী আরও বলেন, ‘আমি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরপরই আমোর ফেসবুক অ্যাকাউন্ট আর ইমেইল হ্যাক করে। এটা নরমাল কোনো হ্যাকার করে নি। শক্তিশালী কোন হ্যাকার দিয়েই করানো হয়েছে কাজটি।’

গত বছর ১৩ই ডিসেম্বর ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ধারায় মামলা করেন হ্যাপী। আর এরপর থেকেই হ্যাপী ও রুবেলের এই বিতর্ক চলে আসছে।

উল্লেখ্য ২০১৩ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় নাম লেখান হ্যাপী। সম্প্রতি শেষ করেছেন বদরুল আমিন পরিচালিত ‘রিয়েল ম্যান’ ছবির কাজ। এ ছাড়া হাতে রয়েছে আরও বেশকিছু ছবি।

 

আপনার মন্তব্য

আলোচিত