বিনোদন ডেস্ক

১৭ জুন, ২০১৭ ১৬:১৬

স্বল্প বসনা কার্টুন প্রচারের অভিযোগে পাকিস্তানে টিভি চ্যানেলকে জরিমানা

স্বল্প বসনা কিশোরী চরিত্র দেখানোর অভিযোগে শিশুদের কাছে জনপ্রিয় কার্টুন চ্যানেল নিকলোডিওনকে জরিমানা করেছে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)। 'উইনক্স ক্লাব' নামের কার্টুন সিরিজের একটি পর্বের বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হয়েছে।

পাকিস্তানের গণমাধ্যম দ্যা ডন জানায়, জনপ্রিয় এই কার্টুন চ্যানেলকে জরিমানা করা হয়েছে ৫ লাখ পাকিস্তানি রুপি।  

পেমরার এক নোটিশে বলা হয়, নিকেলোডিওনে প্রচারিত একটি কার্টুনকে জরিমানা করা হয়েছে। কার্টুন চরিত্রগুলোকে একপর্যায়ে আপত্তিকরভাবে কম পোশাকে উপস্থাপন করা হয়েছে।

চলতি বছরের ২৮ এপ্রিল নোটিশটি জারি করা হয়।  

ওই পর্বটি প্রচারিত হওয়ার পর শুনানিও অনুষ্ঠিত হয়েছে। তারপর নোটিশটি পাঠানো হয়। ভবিষ্যতে ওই কার্টুন সিরিজটির অন্যান্য পর্ব প্রচারের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে নোটিশে বলা হয়েছে।  

'উইনক্স ক্লাব' একটি ইতালিয়ান অ্যানিমেটেড সিরিজ। এটা কিনে নেয় আমেরিকান স্টুডিও। তারাই এর প্রচার চালায়। প্রায় এক যুগ ধরে এটি দারুণ জনপ্রিয় এক কার্টুন হিসাবে প্রচারিত হচ্ছে। কল্পনার একদল কিশোরীকে নিয়েই এই কার্টুনের গল্প।

আপনার মন্তব্য

আলোচিত