উত্তম কাব্য

০৫ আগস্ট, ২০১৭ ০০:২০

‘ভয়ংকর সুন্দর’-এর টানে সিনেমা হলে দর্শকদের ভিড়

অনিমেষ আইচ পরিচালিত সিনেমা ‘ভয়ংকর সুন্দর’ মুক্তি পেয়েছে শুক্রবার। সিলেটের নন্দিতা সিনেমা হলে চলছে আলোচিত এ ছবিটি। ছবিটি দেখতে প্রথমদিনেই নন্দিতায় ভিড় করেন বিপুল সংখ্যক দর্শক।

হল কর্তৃপক্ষ জানিয়েছেন, সিনামহল বিমুখ কলেজ-বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীও এই ছবিটি দেখতে শুক্রবার নন্দিতা সিনেমা হলে আসেন।

কলকাতার অভিনেতা পরমব্রত চট্টপাধ্যায় ও বাংলাদেশি অভিনেত্রী ভাবনা অভিনয় করেছেন ভয়ংকর সুন্দর-এ।

দুপুর ৩টায় নন্দিতা সিনেমা হলের সামনে গিয়ে দেখা যায়, হল প্রাঙ্গণে দর্শকদের উপচেপড়া ভিড়। অনেকে কাউন্টারে টিকেট না পেয়ে ব্ল্যাকে চড়া দামে টিকেট কিনতেও দেখা যায়।
তীব্র গরমের মধ্যে এসিবিহীন হলে বলেই সিনামেটি উপভোগ করেন দর্শকরা।

হলে ছবি দেখার পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক খলিলুর রহমান ফায়সাল বলেন, অনেক দিন পর একটি ভিন্ন কনসেপ্টের ছবি দেখলাম। ভাবনার অভিনয়টা চমৎকার ছিল। বন্ধুবান্ধব ছোট ভাই বোন সবাইকে নিয়ে একসাথে ছবিটা দেখলাম।

লিডিং ইউনির্ভাসিটির আইন বিভাগের ছাত্রী পূজা দাস বলেন, ছবিটা ভালো। কিন্তু হলের ভেতরে অসহ্য গরমের কারণে বেশিক্ষণ থাকা দায়। তাছাড়া টিকেটের দামটাও একটু বেশী।

মধ্যপ্রাচ্য প্রবাসী সুরঞ্জন দাসও শুক্রবার সিনেমা হলে হাজির হয়েছিলেন। তিনি বলেন, ওমানে সিনেমা হলে প্রচুর ছবি দেখেছি। দেশে এই প্রথম হলে ছবি দেখলাম। নতুন অভিজ্ঞতা। ভালো লেগেছে।

শিক্ষার্থী আশরাফী আশা বলেন, ভাবনার অভিনয় চমৎকার ছিল। শেষটা ছিল অসাধারণ আর পরমব্রতত জোশ।

নন্দিতার সিনেমা হলের শব্দ প্রকৌশলী রুবেল আহমেদ বলেন, প্রথম দিন প্রচুর দর্শক ছিল হলে। ছবিটা এক সপ্তাহ চলবে। দর্শকদের চাহিদা থাকলে আরো বেশীদিন চলতে পারে।

ছবিতে পরমব্রত ও ভাবনা ছাড়াও আরো অভিনয় করেছেন হাসান ইমাম, লুৎফুর রহমান জর্জ, ফারুখ আহমেদ, অ্যালেন শুভ্র প্রমুখ।

নন্দিতায় প্রতিদিন সকাল সাড়ে ১১টা দুপুর ৩টা,সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় প্রদর্শিত হবে ভয়ংকর সুন্দর।

আপনার মন্তব্য

আলোচিত