বিনোদন ডেস্ক

০৪ জুন, ২০১৫ ০৯:২২

বিদ্যা'র ডক্টরেট উপাধি লাভ

সম্মনসূচক ডক্টরেট উপাধি পেলেন বলিউড হার্টথ্রব বিদ্যা বালান। সোমবার সমাবর্তন অনুষ্ঠানে আহমেদাবাদের রাই ইউনিভার্সিটি বিদ্যা'কে সম্মানসূচক এ উপাধি প্রদান করে।

অভিনয়ের মাধ্যমে নারীদের অবস্থান তুলে ধরার স্বীকৃতি হিসেবে অভিনেত্রী বিদ্যা বালানকে ডক্টরেট উপাধিতে ভূষিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বলিউডে দশ বছর পূর্তির লগ্নে এই সম্মান ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করেছে বলে অভিভূত বিদ্যাও।

গৌতম হালদারের ভালো থেকো চলচ্চিত্র দিয়ে যাত্রা শুরু বিদ্যার। আর বলিউডে পরিণীতা তার প্রথম সিনেমা। একের পর এক নারী কেন্দ্রিক ছবিতে অভিনয় করে সমাজে নারীদের শক্ত অবস্থানকেই তুলে ধরেছেন এই অভিনেত্রী।

কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।

এদিকে, সদ্যই ফিল্মফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হয়েও আলোচনার কেন্দ্রে তিনি। চার্লি চ্যাপলিনের বেশে আবির্ভূত হয়ে সাড়া ফেলে দিয়েছেন এই তারকা। বিদ্যা অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে ইমরান হাশমির বিপরীতে তার সিনেমা-হামারি আধুরি কাহানি।

আপনার মন্তব্য

আলোচিত