বিনোদন ডেস্ক

০৮ জানুয়ারি, ২০১৮ ০২:০৫

বইমেলায় আসছে পুতুলের উপন্যাস, হুমায়ুন আজাদকে উৎসর্গ

গায়িকা হিসেবেই উঠে আসা সাজিয়া সুলতানা পুতুলের। তবে লেখালেখির অভ্যাসটা আগেই ছিল। তাই নিজেই গানের কথা লিখেছেন। সেই সূত্রেই গত দুই বইমেলায় প্রকাশিত হয়েছে তার দুটি কবিতার বই।

এবারও তিনি আসছেন, তবে উপন্যাস নিয়ে। খবরটি জানালেন নিজেই।
বললেন, তার নতুন বইয়ের নাম ‘একটি মনস্তাত্ত্বিক আত্মহনন ও তার পুতুলকাব্যিক প্রতিবেদন’। একটি মেয়ের গল্প উঠে আসবে এতে।

জানতে চাওয়া হয়েছিল, মেয়েটি কে, তিনি নিজেই কিনা! উত্তরে পুতুল বললেন, ‘লেখকের কাছে এটি কঠিন প্রশ্ন। এতে অনেক মেয়ের অভিজ্ঞতা, আমার স্মৃতি- সবই আছে। ভিন্ন অনেক মেয়ের জীবন ও বাস্তবতা বিশ্লেষণ করে এটি লেখা। তাই এতে শুধুই আমার গল্প, তা পুরোপুরি নয়।’

জানালেন, বইটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত লেখক হুমায়ুন আজাদকে। ‘হুমায়ুন আজাদের প্রভাব আমার লেখালেখি বা ব্যক্তি জীবনেও আছে। এটি আমার দুর্ভাগ্য যে তার সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারিনি।’ আক্ষেপ নিয়ে বললেন পুতুল।

‘একটি মনস্তাত্ত্বিক আত্মহনন ও তার পুতুলকাব্যিক প্রতিবেদন’ বইটি এবারের একুশে বইমেলায় প্রিয়মুখ প্রকাশনী থেকে প্রকাশিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত