সিলেটটুডে বিনোদন ডেস্ক

১৮ ফেব্রুয়ারি , ২০১৮ ০২:০৭

ফিল্মফেয়ার পুরস্কার পেলেন জয়া আহসান

প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয়া আসহান। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলকাতায় অনুষ্ঠিত এবারের আসরে ‘সেরা অভিনেত্রী’ হিসেবে পুরস্কার অর্জন করেন জয়া।

‘বিসর্জন’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্যই জয়া আহসান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। শুধু তাই নয়, ওই আসরে সেরা চলচ্চিত্র হয়েছে জয়ার ‘বিসর্জন’। আর এই ছবির জন্যই কৌশিক গাঙ্গুলীকে সেরা পরিচালকের অ্যাওয়ার্ড দেয়া হয়।

জয়া ছাড়াও বাংলাদেশ থেকে এবার আরও মনোনয়ন পেয়েছিলেন চিরকুটের সুমী ও পাভেল আরীন। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবির ‘আহারে জীবন’ গানের জন্য সেরা সংগীতশিল্পীর (মহিলা) মনোনয়ন পেয়েছিলেন সুমী আর একই ছবির আবহসঙ্গীতের জন্য মনোনয়ন পেয়েছিলেন পাভেল আরীন।

জয়া ছাড়াও একনজরের দেখে নিন এবারের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন যারা:

সেরা অভিনেতা- প্রসেনজিৎ (ময়ূরাক্ষী)
সেরা চলচ্চিত্র (সমালোচক)- (ময়ূরাক্ষী)
সেরা অভিনেতা (সমালোচক) – সৌমিত্র চট্টোপাধ্যায় (ময়ূরাক্ষী)
সেরা অভিনেত্রী (সমালোচক)- ঈশা সাহা (প্রজাপতি বিস্কুট)

সেরা সহ অভিনেতা – কৌশিক গাঙ্গুলী (বিসর্জন)
সেরা সহ অভিনেত্রী – মমতা শংকর (মাছের ঝোল)সেরা নবাগত পরিচালক – মানস মুকুল পাল (সহজ পাঠের গপ্পো)
সেরা নবাগত অভিনেতা – নূর ইসলাম ও সামিউল আলম (সহজ পাঠের গপ্পো)
সেরা নবাগত অভিনেত্রী – রুক্মিণী মৈত্র (চ্যাম্প ও ককপিট)

সেরা চিত্রনাট্য – মানস মুকুল পাল (সহজ পাঠের গপ্পো)
সেরা মৌলিক গল্প- কৌশিক গাঙ্গুলি (বিসর্জন)
সেরা সংলাপ- প্রতীম ডি গুপ্ত (মাছের ঝোল)

সেরা সংগীত পরিচালক – অনিন্দ্য চ্যাটার্জি, অনুপম রায়, শান্তনু মৈত্র ও প্রসেনজিত মুখার্জি (প্রজাপতি বিস্কুট)
সেরা গীতিকার – রিতম সেন (তোমাকে বুঝিনা প্রিয়- প্রজাপতি বিস্কুট)
সেরা গায়িকা – চন্দ্রাণী ব্যানার্জি (তোমাকে বুঝিনা প্রিয়- প্রজাপতি বিস্কুট)
সেরা গায়ক – নচিকেতা চক্রবর্তী (কেন এরকম কিছু- পোস্ত)

আজীবন সম্মাননা – সাবিত্রী চ্যাটার্জি ও মৃণাল সেন

আপনার মন্তব্য

আলোচিত