সিলেটটুডে ডেস্ক

০৬ এপ্রিল, ২০১৮ ১৯:৪৩

সংখ্যালঘু বলেই সালমান খানের সাজা: পাকিস্তানের মন্ত্রী

বলিউড অভিনেতা সালমান খানে পাঁচ বছরের কারাদণ্ড ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণেই- এমন মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ।

কৃষ্ণসার হত্যা মামলায় সালমন খানের পাঁচ বছরের কারাদণ্ড দেন ভারতের একটি আদালত। ওই রায় নিয়ে পাকিস্তানের সাংবাদিক হামিদ মীরকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ এ মন্তব্য কবঅরেন। খবর এবিপি আনন্দের।

খাজা আসিফ বলেন, ‘সালমন খান সংখ্যালঘু সম্প্রদায়ের বলেই তাকে সাজা দেওয়া হল। ২০ বছরের পুরনো মামলায় তার সাজার ঘটনা দেখিয়ে দিল, ভারতে মুসলিম, অস্পৃশ্য ও খ্রিস্টানদের জীবনের মূল্য নেই।

পাকিস্তানের ওই মন্ত্রীর দাবি, সালমন যদি ভারতের শাসক দলের ধর্মের মানুষ হতেন, তাহলে হয়তো তাকে এই ধরনের কঠোর সাজা দেওয়া হত না। আদালত হয়তো তাকে ক্ষমা করে দিত।

১৯৯৮ সালে রাজস্থানে কৃষ্ণসার হত্যা মামলায় যোধপুর আদালত সালমনের পাঁচ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে। তার ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। একই মামলায় তাবু, সাইফ আলি খান, সোনালী বেন্দ্রে ও নীলমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আপনার মন্তব্য

আলোচিত