বিনোদন ডেস্ক

১৫ মে, ২০১৮ ১৭:৪৮

অসুস্থ হয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী

বাংলাদেশি বংশদ্ভূত জনপ্রিয় ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী গুরুতর অসুস্থ। চিকিৎসা চলছে দিল্লীর একটি হাসপাতালে।

ভারতের বেশ কয়েকটি ইংরেজি গণমাধ্যম জানিয়েছে, পিঠের যন্ত্রণায় ভুগছেন মিঠুন।দিল্লিতে তার চিকিৎসা চলছে। তাই অভিনয় ও অন্যান্য কাজ থেকে সাময়িক দূরে আছেন তিনি।

বড় পর্দা থেকে ছুটি নিলেও, ছোটপর্দায় মাঝেমধ্যেই দেখা যেত মিঠুনকে। মূলত, ড্যান্স রিয়েলিটি শো ড্যান্স ইন্ডিয়া ড্যান্স-এর বিচারক ছিলেন তিনি। কিন্তু শারীরিক কারণে ওই শো থেকেও সরে দাঁড়ান এই অভিনেতা। এমনকি রাজনীতির ময়দান থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন একসময়ের এই ‘ডিস্কো ড্যান্সার’ খ্যাত অভিনেতা।

পিঠের যন্ত্রণার জন্যে এক সময় উন্নত চিকিৎসা করান মিঠুন। কিন্তু তেমন কোনও লাভ হয়নি। তবে জানা গেছে, এবারের দিল্লিতে চিকিৎসায় ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। শিগগিরই হয়তো আপন ঠিকানায় দেখা যাবে এই অভিনেতাকে।

২০০৯ সালে ‘‌লাক’‌ ছবিতে চপার থেকে লাফিয়ে পড়ে স্টান্ট করতে গিয়ে সময়ের ভুল গণনায় পড়ে গিয়ে পিঠে চোট পান মিঠুন। তারপর থেকেই সেই যন্ত্রণা তাঁকে ভুগাচ্ছে।

শেষবার তাকে আয়ুষ্মান খুরানার, পল্লবী শারদে অভিনীত ‘হাওয়াইজাদে’ ছবিতে দেখা গিয়েছিল।

আপনার মন্তব্য

আলোচিত