সিলেটটুডে ডেস্ক

২২ মে, ২০১৮ ২০:০২

যেভাবে অভিনয়ে এলেন তাজিন আহমেদ

অভিনেত্রী তাজিন আহমেদের অভিনয়জীবনের শুরু হয় ১৯৯৬ সালে। দিলারা ডলি রচিত ও শেখ নিয়ামত আলী পরিচালিত 'শেষ দেখা শেষ নয়' নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয়যাত্রা শুরু। নাটকটি ১৯৯৬ সালে বিটিভিতে প্রচার হয়েছিল।

এরপর তিনি অসংখ্য নাটক-টেলিছবি দর্শকদের উপহার দিয়েছেন। তিনি দীর্ঘদিন থিয়েটারে অভিনয় করেছেন।

তাজিন আহমেদের জন্ম ১৯৭৫ সালের ৩০ জুলাই নোয়াখালী জেলায়। তিনি বেড়ে উঠেছেন পাবনা জেলায়। বাংলাদেশের একজন অভিনেত্রী এবং উপস্থাপক। ঢাকার ইডেন কলেজ থেকে পড়াশোনা করেছেন তাজিন আহমেদ।

অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সুনাম অর্জন করেছেন তিনি। খুব ভালো তাজিন আহমেদের লেখার হাতও। অনেক দিন যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গে।

মঙ্গলবার (২২ মে) সকালে হার্ট এটাক করেন তিনি। এরপর হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে মারা যান এ অভিনেত্রী।

আপনার মন্তব্য

আলোচিত